যে কোন সময় কথা বলতে পারেন প্রধানমন্ত্রী

    0
    230

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরযে কোন সময়  সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফোন দিয়ে আলোচনা করতে পারেন  প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গভীর রাতে আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে ।দেশের কল্যাণে সংবিধানের আলোকে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে   রাজী আছেন প্রধানমন্ত্রী। দৃশ্যত সংবিধানের আলোকে নিরপেক্ষ বা সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকার বিষয়ে ইঙ্গিত পাওয়া গেলেও এখন ওই পদে না থাকার বিষয়ে ছাড় দিতে পারেন  তিনি। এ বিষয়ে আওয়ামী লীগ, ১৪ দল ও মহাজোটের সিনিয়র নেতাদের সাথে ইতিমধ্যেই একাধিক বৈঠকে তিনি আলোচনা করেছেন বলেও জানা গেছে। এছাড়া আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে বিস্তারিত ও চুড়ান্ত আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। আর ওই বৈঠকের পরই খালেদা জিয়াকে ফোন দেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
    দলীয় সূত্রে জানা যায়, দেশের কল্যাণে আসন্ন রাজনৈতিক সঙ্কট ও সংঘাত এড়াতেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবির বাইরে এসে তার দেয়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা বাস্তবায়ন করতেই এ ছাড় দিতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানা যায় ।