যুবরা পারে না এমন কোন কাজ নেই:সিলেটে জেলা ম্যজিস্ট্রেট

    0
    253

    “আন্তর্জাতিক যুব দিবস-২০১৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭আগস্ট: সিলেটের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট এ এস এম ফেরদৌস বলেছেন, যুবরা পারে না এমন কোন কাজ নেই, তাদের দ্বারা সবই সম্ভব। কারণ, যুবরা হলো দেশ ও সমাজের প্রাণ শক্তি। “সিদ্ধান্ত গ্রহণে, জনজীবনে যুব সম্পৃক্ততা বৃদ্ধি পাবে” এই প্রতি পাদ্য নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব সংগঠন ও আতœকর্মী বৃন্দের উদ্যেগে গতকাল বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট’র হল রুমে আর্ন্তজাতিক যুব দিবস-২০১৫ ইং উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট‘র উপ-পরিচালক আমির আজম খানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নানের স ালনায় প্রধান অতিথি‘র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ এস এম ফেরদৌস বলেন, যুবরাই এ দেশের আগামী দিনের সম্পদ যুবরাই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশ গড়বে। তা  ছাড়া যুবদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন, জ্ঞানী-গুনি বুদ্ধিমান হতে হবে।

    তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়ে ৬৪ হাজার প্রশিক্ষণ দিয়েছে। কিন্তুু এর আশানুরূপ ফল পায়নি সরকার। যুগের চাহিদার সাথে প্রশিক্ষণের বিষয়ও পরির্বতন হবে। কাজেই যারা যে বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন উক্ত বিষয়ের প্রতি মনোযোগি হয়ে দক্ষতা অর্জন করতে হবে। নয়তো জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন পুরণ হবেনা।  এক সময় আজকের যুবরাই দেশের হাল ধরতে হবে। আলোচনা সভায় শুরুতেই পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট‘র প্রশিক্ষার্থী কামরান আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লাউওয়াই পরিসংখ্যান অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

    স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট‘র কো-অর্ডিনেটর এ এস এম কবির।

    আলোচনা সভায় যুবদের পক্ষে বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, জাতীয় যুব পদকপ্রাপ্ত এম এ নাসির সুজা, সিলেটের প্রথম নারী যুব পদকপ্রাপ্ত শামিমা ফেরদৌস চৌধুরী, জাতীয় যুবপদকপ্রাপ্ত রেখা চৌধুরী, সিলেট বিভাগীয় যুব পদকপ্রাপ্ত ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলী আহমদ, বিভাগীয় যুব পদকপ্রাপ্ত সফল আত্মকর্মী ইনসাফ পোল্ট্রি এন্ড ফিস ফার্মের পরিচালক মোঃ নজরুল ইসলাম, সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সিলেট বিভাগীয় যুব পদকপ্রাপ্ত যুব সংগঠক আলী আহসান হাবীব।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় যুব পদকপ্রাপ্ত সামছুন নাহার পুষ্প, রওসন আরা, বিউটি বর্মন, ফারজানা বেগম সুমি, অনন্যা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শারমিন কবির। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট‘র প্রশিক্ষণার্থীদের স্বহস্তে তৈরী বিভিন্ন পণ্য প্রর্দশন ও তাদের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়।

    প্রদর্শণীতে অংশগ্রহণ করেন অনন্যা টেইলার্স এন্ড ট্রেণিং সেন্টার, পুষ্প টেইলার্স, জনপ্রিয় টেইলার্স, আলপনা টেইলার্স বুটিক এন্ড প্রিন্টিং, নিশা টেইলার্স এন্ড ট্রেণিং সেন্টার।