যুবদল নেতা সৈদুর রহমানের মুক্তি চান তাহসিনা রুশদীর লুনা

    0
    441

    বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা ও জননেতা এম ইলিয়াস আলীর সহ ধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সৈদুর রহমানকে গ্রেফতার করে সাজানো মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।রবিবার এক লিখিত প্রেস বিবৃতিতে তিনি বলেন, যুবদল নেতা সৈদুর রহমান কে অনতিবিলম্বে মুক্তি দিয়ে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি দমন-পীড়ন, হয়রানী বন্ধ করতে হবে।

    অপর এক বিবৃতিতে  সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ লিলু মিয়া চেয়ারম্যান বলেন, যুবদল নেতা সৈদুর রহমান কে শত শত জনতার সম্মুখে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকদারীরা গ্রেফতার করে একটি সাজানো মিথ্যা অস্ত্র মামলায় কারাগারে প্রেরন করেছ্।ে  যা বিশ্বনাথবাসীকে হতবাক ও মর্মাহত করেছে।

    এ রকম অনৈতিক কর্মকান্ড ও অপকর্ম একমাত্র আওয়ামীলীগের মাধ্যমেই সম্ভব। নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি পরমতসহিষ্ঞতায় বিশ্বাসী, উদার গণতান্ত্রিক একটি গণমানুষের সংগঠন বিধায় আওয়ামীলীগের সকল অত্যাচার নির্যাতন, অন্যায়-অবিচার, হামলা-মামলা, গুম-খুন অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করে আসছে। আওয়ামীলীগ ও প্রশাসনকে হুসিয়ারি করে নেতৃবৃন্দ বলেন,  আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে, পেছনে যাবার রাস্তা নেই। হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন, গুম-খুন সরকার যত বাড়াবে তাদের পতন আরো ত্বরান্বিত হবে এবং বিএনপি আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে। শান্তির জনপদ বিশ্বনাথকে যারা অশান্ত করছে, জণমনে আতংক ছড়াচ্ছে, বিরোধীমতের নেতা কর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি, পরিবারের লোকজনের সাথে অসদাচরণ করছে এরা কখনো জণগনের বন্ধু কিংবা সেবক হতে পারে না। ক্ষমতা লোভী কাপুরুষেরা জনগনকে ভয় পায় বিধায় এসব অন্যায় অপকর্ম, বেআইনি কর্মকান্ড চালিয়ে ক্ষমতায় যাবার যে স্বপ্ন দেখছে এই অ লের জণগন সময়মত তাদের সমুচিত জবাব দিবে।

    বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুচনীয় পরাজয় মেনে নিতে পারেনি বিধায় এখন জবর দখল, নেতা কর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ইতিহাসের কলঙ্কময় বিগত ৫ ই জানুয়ারীর মত আরও একটি নির্লজ্জ ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতাসীন হবার যে স্বপ্ন দেখছে এ অ লের শান্তি প্রিয় জণগন তাদের সে স্বপ্ন কে দুঃস্বপ্নে পরিনত করবে। নেতৃবৃন্দ বলেন, যাদের যোগসাজেশনে যুবদল নেতা সৈদুর রহমান কে ডিবি পুলিশ দিয়ে গ্রেফতার করে সাজানো মিথ্যা অস্ত্র মামলা দিয়ে ধ্বংস করার হিংস্র খেলায় মেতে  উঠেছে, তাদেরকে ও একদিন কঠোর পরিনতি বরণ করতে হবে।

    নেতৃব্ন্দৃ প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারী-কর্মকর্তা হিসেবে কাজ করার আহবান জানিয়ে বলেন, যারা আওয়ামীলীগের ক্যাডার বাহীনি হিসাবে ব্যবহৃত হবে তাদেরকে জনগন কখনো ক্ষমা করবে না । নেতৃবৃন্দ আওয়ামীলীগকে এসব অন্যায় অপকর্ম ও অরাজনৈতিক হিংসাত্বক কর্মকান্ড পরিহার করে গঠনমুলক রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়ে বলেন, অন্যতায় সকল দায়ভার আওয়ামীলীগের সকল নেতা কর্মীকে বহন করতে হবে।

    নেতৃবৃন্দ সরকারকে অনতিবিলম্বে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খারেদা জিয়া ও জননেতা এম ইলিয়াস আলী কে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান । ওপর এক বিবৃতিতে বিশ্বনাথ উপজেলার খাজাি  ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নুর উদ্দিন, সাধারন সম্পাদক আলতাব মিয়া আওয়ামীলীগকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নিরীহ, নিরপরাদ উদীয়মান তরুন রাজনীতিবিদ খাজা ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দুর রহমান কে যারা সাদা পোশাকদারী দিয়ে গ্রেফতার করে সাজানো অস্ত্র মামলা দিয়ে তার জীবন বিপন্ন ও ধ্বংসের মুখোমুখি দাড় করিয়েছে তাদের কে জনগন কখনো ক্ষমা করবে না এবং ইতিমধ্যে  এদের কে চিহ্নিত করা হয়েছে ।

    নেতৃবৃন্দ যুবদল নেতা সৈয়দুর রহমানের নিঃশর্ত মুক্তি, সাজানো মামলা প্রত্যাহার, দমন-পীড়ন ও পুলিশি হয়রানী বন্ধের জোর দাবী জানান ।