যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে : সমাজকল্যাণ মন্ত্রী

    1
    417

    আমারসিলেট 24ডটকম ,২৭সেপ্টেম্বর  : সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হবে। যারা ইসলামের কথা বলে বায়তুল মোকারমে কোরআন শরীফ ও জায়নামাজ পোড়ায় তারা ইসলামের শত্র“। বর্তমান সরকারের আমলে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী উচ্চ বিদ্যালয়ে ৪৭ লাখ টাকা ব্যয়ে দ্বিতল একাডেমীক নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর।

    এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মোতাব্বির আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, জেলা এলজিইডি প্রকৌশলী রবিউল আলম, জেলা সমাজসেবা অফিসার পীযুষ কান্তি দত্ত, উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম পাটোয়ারী, প্রকল্প পরিচালক মাসুদুল ইসলাম, মন্ত্রীর এপিএস আনিছুর রহমান, আব্দুল মালেক মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, রাণীগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, আকছির মেম্বার, সিরাজ মেম্বার, ইয়াকুত মেম্বার, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাই প্রিন্স, যুবলীগ নেতা নজরুল ইসলাম দুলাল, যুবলীগ নেতা ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য গিয়াস উদ্দিন, শফিকুর রহমান খান, আইয়ূব আলী, আওয়ামীলীগ নেতা ডাঃ বাদল চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মাস্টার, শিক্ষক আব্দুল আউয়াল, আব্দুল আজিজ, মোশাহিদ আলী মল্লিক, ছিদ্দিকুর রহমান, প্রমুখ।