যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানবিক সাহায্য পাঠানোর প্রস্তাব

    0
    231

    আমারসিলেট24ডটকম,২১ফেব্রুয়ারীঃ আগামী কাল শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। কূটনীতিকরা একথা বলেছেন। ২০১১ সালে সিরিয়ায় সংকট শুরুর পর থেকে রাশিয়া চীনের সমর্থনে বাশার আল আসাদ সরকারের ওপর চাপ সৃষ্টি করে এমন তিনটি প্রস্তুাব পাশে বাধা দেয়।
    সিরিয়ার আনুমানিক আড়াই লাখ লোক সাহায্যের প্রতীক্ষা করছে বলে জানা যায়।খসড়া প্রস্তাবটিতে হোমস শহরসহ সিরিয়ার জনবহুল এলাকাগুলোতে অবিলম্বে মানবিক সাহায্য পাঠানোর কথা বলা হয়েছে।এছাড়া প্রস্তাবে বেসামরিক লোকজনের ওপর সকল প্রকার হামলা বন্ধের দাবিও উত্থাপন করা হয়েছে।সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় বেসামরিক মানুষও হতাহত হচ্ছে।