যুক্তরাষ্ট্রকে কোনো সুবিধা দিতে পারবে না ইরান : খোমেনী

    0
    264

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,আগস্ট : সম্প্রতি ইরানের পরমাণু সংক্রান্ত যে চুক্তি হয়েছে তার কারণে ইরানে অনুপ্রেবেশের জন্য যুক্তরাষ্ট্রকে কোনো বাড়তি সুবিধা দিতে পারবে না ইরান বলে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনী। গতকাল (সোমবার) ইরানী বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ ঘোষণা দেন।

    সাক্ষাত্কারে তিনি বলেন, এ পর্যন্ত ইরানী সংসদ ও যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট এ চুক্তির অনুমোদন দেয়নি। ইরান কোনভাবেই নিজ দেশে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতি অনুপ্রবেশকে গ্রহণ করবে না।

    গত মাসে এ চুক্তি হওয়ার পরপরই খোমেনী বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জন্য যে পররাষ্ট্রনীতি করেছে সেগুলো এ চুক্তির জন্য পরিবর্তন করা হবে না। ইরান আগের মতো ভবিষ্যতেও ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনকে সমর্থন করে যাবে। irna