যুক্তরাজ্যের সঙ্গেই থাকবে ফকল্যান্ড দ্বীপবাসিরা, গণভোটের রায়

    0
    600

    যুক্তরাজ্যের অধীনে থাকা ফকল্যান্ড দ্বীপের বর্তমান রাজনৈতিক অধিকার যুক্তরাজ্যের অধীনেই থাকুক এটা কি আপনি সমর্থন করেন?’ এমন প্রশ্ন করা হয়েছিল ফকল্যান্ডের ৯২ শতাংশ ভোটদানের যোগ্য জনগণকে। এই গণভোটে ৯৮.৮ শতাংশ ভোটারই ‘হ্যাঁ’ ভোট দিয়ে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে মাত্র ৩ টি। বিবিসি, স্কাই নিউজ
    ফকল্যান্ড দ্বীপের গভর্ণর নিগেল হাইউড তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এই গণভোট ছিল ‘ফকল্যান্ডবাসীদের জন্য তাদের ইচ্ছা প্রকাশের এক বিশাল সুযোগ। তারা নিজেরাই সিদ্ধাšত্ম নিয়েছে ভবিষ্যতে তারা কোন পথে যেতে চায়।’
    যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, ‘আমরা সবসময় বিশ্বাস করে এসেছি ফকল্যান্ডের অধিবাসীদের ব্যাক্তিগত স্বাধীনতায়। ভবিষ্যত নির্ধারণে তাদের ইচ্ছার প্রাধান্য এবং তাদের নিজের পথ নিজে বেঁছে নেওয়ার সুযোগকেও আমরা অগ্রাধিকার দিয়েছি।’
    আর্জেন্টিনার দাবি, বিরোধপূর্ণ আইসলাস মালভিনাস যেটি বর্তমানে ফকল্যান্ড দ্বীপ নামে পরিচিত তা ১৮০ বছর আগে ব্রিটিশরা অবৈধভাবে দখল করে।
    ফকল্যান্ড দ্বীপ নিয়ে ৩০ বছর আগে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার যুদ্ধ হয়।