যারা ভান করছে তারা জঙ্গিবাদের দোসরঃতথ্যমন্ত্রী

    0
    310

    আমারসিলেট24ডটকম,২৪মার্চঃ আজ সোমবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ‘লাখো কন্ঠে সোনার বাংলা’ জাতীয় সংগীতের মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা নিরপেক্ষতার ভান করছে তারা জঙ্গিবাদের দোসর।
    বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
    তথ্যমন্ত্রী আরও  বলেন, ‘এই বাংলায় যুদ্ধাপরাধী-মৌলবাদী-জঙ্গিবাদিদের ঠাঁই নাই। এখন লড়াই জঙ্গিবাদ বনাম গণতন্ত্রের। যুদ্ধে যুদ্ধের মতোই লড়তে হবে। মাঝামাঝি কোনো পথ নেই। বেঈমানের ক্ষমা নেই, সাপের শেষ রাখতে নেই। জঙ্গিবাদ ও মৌলবাদীদের বিপক্ষে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। যুদ্ধাপরাধী-জঙ্গিবাদী গোষ্ঠীরা ঘাপটি মেরে আছে তারা আত্মসমর্পণ করেনি। আমাদের যুদ্ধের শপথ নিতে হবে। বঙ্গবন্ধু হত্যা, ইতিহাস হত্যা, মানুষ হত্যা, মানুষের কন্ঠরোধ করার অপরাধীদের বিচার করে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করবো।
    শেখ হাসিনার নেতৃত্বে ২৬ মার্চ সমৃদ্ধ ও গণতানি্ত্রক বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘এটা হবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তনের শপথ। ‘৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বাঙালী জাতিকে অন্ধকারে ঠেলে দেয়া হয়। জিয়া-মোস্তাক সামরিক চক্র কেবল বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী নয়। একই সাথে তারা ইতিহাস হত্যার অপরাধ করেছে। ইতিহাস ও বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠিয়েছে। শেখ হাসিনা অন্ধকারের পথ থেকে আলোর পথে এবং বঙ্গবন্ধুকে সমহিমায় নিজ গৃহে প্রত্যাবর্তন করিয়েছেন।’
    ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ঘটনাবহুল মার্চ সম্পর্কে ইনু বলেন, মার্চ মাস মুক্তিযুদ্ধের মাস। মার্চ মাস বাঙ্গালীর অগ্নিঝড়া আন্দোলনের মাস। মার্চ মাস পতাকার মাস। মার্চ মাস স্বশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠার মাস। মার্চ মাস বাংলাদেশের জন্মের মাস। ৭ মার্চ বঙ্গবন্ধু অসহোযোগ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের কর্তৃত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন। স্বশাসিত বাংলাদেশের আন্দোলনের কৌশল বলেছিলেন।
    ২৬ মার্চ লাখো কন্ঠে সোনার বাংলা ‘রেকর্ডের জন্য নয়’ লাখো কণ্ঠে সোনার বাংলা বিশ্বের কাছে বাংলাদেশকে চেনানোর জন্য। আমাদের অস্থিত্ব জানানোর জন্য উল্লেখ করেন ইনু ।