যারা দরিদ্র মানুষের হক মেরে খায় তাদের বিচার হবেই

    0
    312

    নড়াইলে খেতমজুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্ত্রী রাশেদ খান মেনন

     আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮অক্টোবর,সুজয় কুমার বকসীঃ   দুজন বিদেশী খুন হয়েছে,আমরা দুঃখিত, কিন্তু আমাদের বাংলাদেশী বিদেশের মাটিতে খুন হয়, এর হিসাব কে দেবে, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়,মসজিদে,মন্দিরে,গীর্জায় বোমা মারতে চায় , যেমন বিএনপির আমলে বিএনপি জামাতের বাংলা ভাইরা তান্ডব করেছিল— নড়াইল জেলা সম্মেলনে বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি একথা বলেন। আজ রবিবার বিকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা ক্ষেত মজুর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত জেলা সম্মেলনের উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন,এবারের শ্রমিক নীতিতে কৃিষ শ্রমিককে শ্রমিকের অন্তভ’ক্ত করা হয়েছে।  যারা কাবিখা, ভিজিএফ কার্ডের চাল, ১শ দিনের  কর্ম সৃজনশীল প্রকল্পসহ গ্রামের হত দরিদ্র মানুষের হক মেরে খায় তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। ক্ষেতমজুর, কৃষকরা কাজ করে, ফসল ফলায় বলেই খাদ্যের উৎপাদন ৩গুন বৃদ্ধি পেয়েছে। গ্রামীন অর্থনীতির যে অবূতপূর্ব উন্নয়ন হয়েছে তার পেছনে রয়েছে এই কৃষকরা।

    জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদত হোসেন মোল্যার সভাপতিত্বে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারন সম্পাদক বিমল বিশ্বাস। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা সভাপতি নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দীপংকর সাহা দিপু, নারী মুক্তি সংসদের নেত্রী, সদর উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান স্বপ্না সেন, নড়াইল জেলা ছাত্র মৈত্রীর সভাপতি রশিকুল ইসলাম রছি প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছিল।