যাচাই-বাছাই কমিটি থেকে বিতর্কিত মুক্তিযোদ্ধাকে বহিস্কারের দাবী

    0
    332

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বর: চুনারুঘাট মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি থেকে বিতর্কিত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদকে বহিস্কারের জন্য আবেদন করা হয়েছে। ২১ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত একটি আবেদন গত ২৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির কাছে এ আবেদন প্রেরণ করা হয়।

    মুক্তিযোদ্ধাদের অভিযোগে জানা যায়, বর্তমানে যাচাই-বাছাই কমিটির সদস্য আব্দুস সামাদ তিনি নিজেই বিতর্কিত মুক্তিযোদ্ধা। তিনি কিভাবে যাচাই-বাছাই কমিটির সদস্য হতে পারে।

    যার স্মারক নং- ৪৮.০০.০০০০.০০২.৩১০০৫.১২ (১), তারিখ- ১৪/০৯/১৫ ইং, ক্রমিক নং- ১১ অনুযায়ী সেনাবাহিনী ও ভারতের কোন তালিকায় তার নাম নেই। আমাদের সন্দিহান তিনি আজো কি মুক্তিযোদ্ধা কি না তা আমাদের জানার বিষয়।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির কাছে আমাদের দাবী তাকে যাচাই-বাছাই কমিটি থেকে বহিস্কার করে উক্ত স্মারকের মর্মে যাচাই-বাছাইতে অর্ন্তভূক্ত করার জন্য অনুরোধ করেন।

    দেশ ও জাতি এবং মুক্তিযোদ্ধার স্বার্থে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যেন বাদ না পড়ে ও কোন ভূয়া মুক্তিযোদ্ধা তালিকায় প্রবেশ না করতে পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে আবেদন পেশ করছি।