যশোরের শার্শায় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা  

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মে,এম ওসমানঃ যশোরের শার্শা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল ১০টায় নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে দু’দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্ভোধন করা হয়েছে। শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের মহিলা সদস্যা, বেনাপোল পৌরসভার  নারী কাউন্সিলরদের নিয়ে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

    শার্শা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার এটিএম শারিফুল আলম’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার।

    আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সাবিনা ইয়াসমিন, ডিভিশনাল পরিচালক গিয়াস উদ্দিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  কানিজ ফাতেমা প্রমুখ।

    আলোচকরা বলেন, স্থানীয় সরকারের কার্য্যক্রম, বাস্তবায়ন, গতিশীলতা, উন্নয়ন, বাল্যবিবাহ ও যৌতুক রোধসহ নারীদের সক্ষমতা বাড়াতে স্থানীয় জন প্রতিনিধি হিসাবে আরো দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান। নারী জাগোরনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ায়ও আহব্বান জানান বক্তারা।