যশোরের শার্শায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

    0
    301

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০সেপ্টেম্বর,এম ওসমান: শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে শার্শা উপজেলা অডিটরিয়াম ভবনে প্রধাণ অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা (ভূমি) সহকারি কর্মকর্তা লিটন আলী, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্য(ওসি) অপূর্ব হাসান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, নিজামপুর ইউপি চেয়ারম্যান আলীম রেজা বাপ্পি প্রমুখ।

    এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    মেলায় প্রায় ৪০টি স্টল অংশ নেয়। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, সরকারের এ মহতি উদ্যোগের কারণে এখন স্কুল-কলেজ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লেগেছে। প্রতিটি ইউনিয়নে তথ্য সেবা চালু হয়েছে। সাধারণ মানুষ এখান থেকে সব ধরনের তথ্য পাচ্ছেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বলেন, সরকারে এই উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ পূর্বক নতুন প্রজন্মকে ইন্টারনেট সেবার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।