যশোরের বেনাপোলে ১১০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি

    0
    233

    আমারসিলেট24ডটকম,২১জানুয়ারী,এম ওসমানঃ  বেনাপোল’র দৌলতপুর সীমান্ত থেকে ১১ পিচ স্বর্ণের বারসহ বাবুল হোসেন (৩২) নামে এক বাংলাদেশী সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার  সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের  আবুল হোসেন’র ছেলে।
    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম জানান, , বুধবার সকাল ১১টার সময় বাবুল হোসেন মাজায় ফিটিং করে বিপুল পরিমান স্বর্ণের বার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তার দেহ তল্লাশী করে ১১০ ভরি ওজনের ১১ পিচ স্বর্ণের বারসহ তাকে আটক করে। বাবুল হোসেন দীর্ঘ দিন ধরে তার দেহে সোনার বার ফিটিং করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে আসছিল।
    বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় স্বর্ণের বারগুলো দৌলতপুর গ্রামের জিয়া নামে এক ব্যাক্তির। অর্থের বিনিময়ে সে স্বর্ণ গুলো ভারতে পাচার করছিল। বাবুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হযেছে