যতো সাধ ছিল,কিন্তু সাধ্য ততো নেইঃজয়াসেন গুপ্তা

    0
    231

    শাল্লায় নবযোগদানকৃত চিকিৎসকদের সাথে মতবিনিময়

    শাল্লা প্রতিনিধিঃ যতো সাধ ছিল, কিন্তু সাধ্য ততো নেই। মেডিকেল অফিসার, ষ্টাফ নার্সেস অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের আবাসন, নিরাপত্তাসহ সার্বিক বিভিন্ন সুযোগ সুবিধার দাবীতে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এক মতবিনিময় সভায় সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি ওই উক্তিটি করেন। এসময় তিনি বলেন, আমরা হাওর পাড়ের মানুষ, আপনারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত হয়ে এই দুর্গম অ লে অনেক দূ:খ-কষ্টে আমাদের সেবা করে আসছেন, তাতেই আমরা খুশী।
    তবে, আমি অনুরোধ করবো আপনার কেউ প্রশিক্ষণের নাম করে চলে যাবেন না। আপনার সবেমাত্র মানব কল্যাণে যোগদান করেছেন, মানুষের সেবা করে যান, দেখবেন একদিন অপনার অনেক বড় চিকিৎসক হয়েছেন। এই কথাগুলো সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগদানকৃত মেডিকেল অফিসারদের উদ্দেশ্য করে বলেন।
    মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) বিকেল ২টায় শাল্লা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কনফারেন্স রুমে মেডিকেল অফিসার ডা: মির্জা মুর্শেদা’র পরিচালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
    তাছাড়া ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ অলিউল হক, দিরাই আ’লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় উপস্থিত ছিলেন।
    এছাড়াও উক্ত সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: সালমা বেগম, ডা: সিধু সিংহ, ডা: নির্মল রায় চৌধুরী, ডা: নিরূপম রায়, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স মেখ মোঃ নাসির উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক বিজয়কৃষ্ণ সরকার, প্রধান সহকারি নিশিকান্ত তালুকদার স্বাস্থ্য কমপ্লেক্সে’র বিভিন্ন সমস্যা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাদী।
    এর আগে তিনি বেলা ১২টায় উপজেলার বাহাড়া ইউনিয়নের আঙ্গারুয়া, নওয়াগাঁও, সুখলাইন, হরিনগর, পোড়ারপাড়, শিবপুর, হবিবপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও, আছানপুর, পুটকা, খলাপাড়া, জাতগাঁও, নারকিলা, মার্কুলী, টুকচানপুর, হবিবপুর, নোয়াগাঁও গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। উদ্বোধনে যুবলীগ নেতা হিমেল সরকারের পরিচালনায় ও বাহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রামানন্দ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ ড. জয়াসেন গুপ্তা। উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদিও হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, আটগাও ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান জামান চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু লেইছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশ্বজিত চৌধুরী নান্টু প্রমুখ।