ময়মনসিংহে আ’ লীগের দুগ্রুপের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান নিহত

    0
    219
    ময়মনসিংহে আ’ লীগের দুগ্রুপের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান নিহত
    ময়মনসিংহে আ’ লীগের দুগ্রুপের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান নিহত

    আমারসিলেটটোয়েন্টিফোর.কম ০১ সেপ্টেম্বর  : ময়মনসিংহের ধোবাউড়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা ওরফে পাহাড়ী সেলিম নিহত ও উভয় পরে কমপে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা ওরফে পাহাড়ী সেলিম(৪০), সহোদর মজনু (৩৫), টিপু ও আওয়াল ( ৩৬ ) ও রিপনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন মৃধা ওরফে পাহাড়ী সেলিম রাত ৮টার সময় মারা যায়।

    আরো ৫ জনকে ধোবাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোবাউড়া সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। এসময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের শব্দ পাওয়া গেছে। ঘটনার আগে সংঘর্ষের আশংকায় ধোবাউড়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারী করেছে প্রশাসন।বিকেল ৫ টায় ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের বেরিক্যাট ভেঙ্গে হাজার হাজার মানুষ উপজেলা সদরের পঞ্চনন্দপুর এলাকায় কলসিন্দুর রোডে প্রবেশ করলে উভয় প সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। ধোবাউড়াবাসী এর আগে কখনো প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া কেউ দেখনি।