মৌলভীবাজার সহ ৩ উপজেলায় অর্থনৈতিক জোন গড়া হবে

    0
    239

    আমারসিলেট24ডটকম,২৪ফেব্রুয়ারীঃ দেশের তিনটি উপজেলায় অর্থনৈতিক জোন গড়ে তোলার লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। বিশ্বব্যাংকের সাহযোগিতায় এ সমীক্ষা পরিচালনা করা হয়। উপজেলা তিনটি হচ্ছে মৌলভীবাজার জেলা সদরের শেরপুর এবং চট্টগ্রাম জেলার মিরসরাই ও আনোয়ারা। সমীক্ষা অনুযায়ী এ তিনটি অর্থনৈতিক জোন গড়ে তোলা হলে এখানে বিভিন্ন শিল্প কারখানা স্থাপন ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সাথে শেরপুরে ৪০ হাজার ৭০৬ জন, মিরসরাইয়ে পাঁচ লাখ ৭৮ হাজার ৭৫১ জন এবং আনোয়ারায় ৫৩ হাজার ৪২০জন বেকার লোকের কর্মসংস্থান হবে বলে জানা গেছে।

    আজ রবিবার হোটেল ওয়েস্টিনে এবিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি ‘ওয়ার্কশপ অন ড্রাফট ফাইনাল রিপোর্টস ফিজিবিলিটি স্টাডি অভ্ থ্রি প্রোপোজড ইকনোমিক জোন (শেরপুর, মিরসরাই এবং আনোয়ারা)’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।
    পূর্তমন্ত্রী বলেন, সরকার দারিদ্র্যদূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এজন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। অর্থনৈতিক জোন গড়ে তোলার উদ্যোগ গোটাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, মিরসরাইতে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার বিষয়ে তার একটি পরিকল্পনা ছিল। এটি আজ বাস্তবরূপ পেতে যাচ্ছে। পূর্তমন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ওই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে এ উদ্যোগকে সর্বাত্মক সহেযাগিতা দেয়া হবে।
    বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান মন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, বর্তমান সরকার দারিদ্র্যদূরীকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য খুবই আন্তরিক। এ ধরনের অঞ্চল গড়ে তুলতে সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।
    বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটির নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন পর্বে বক্তৃতা করেন ভূমি প্রতিমন্ত্রী শফিউজ্জামান চৌধুরী (জাভেদ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ।