মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনঃ১ ঘন্টা ভোটগ্রহণ স্থগিত

    0
    238

    ব্যালট বাক্স ছিনতাই, গুলাগুলি, গণমাধ্যম কর্মীদের ক্যামেরা ভাঙচুরের মধ্য দিয়ে মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচন

     

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০ডিসেম্বর,আলী হোসেন রাজন: মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে অন্তত ৫টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, ব্যালট পেপার ছিঁড়ে ফেলা, গুলাগুলি, গণমাধ্যম কর্মীদের ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। একারণে একটি কেন্দ্রে ১ ঘন্টা ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। এসব ঘটনায় বিএনপির ২ কর্মীসহ ৩জন আহত হয়েছে। এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে। এর আগে অন্তত ১০ রাউন্ড গুলির শব্দ শুনা যায়। তবে পুলিশ ১ রাউন্ড গুলি করার কথা স্বীকার করেছে।

    পুলিশের একশন
    পুলিশের বাঁধা

    সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা সাড়ে ১০টার দিকে বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কতিপয় যুবক একটি ৫নং বুথে অতর্কিতে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই, সিলকৃত ব্যালট পেপার ছিঁড়ে ফেলাসহ বিএনপি দলীয় এজেন্টদের মারধোর করে বের করে দেওয়া হয়।

    এদিকে একই সময়ে সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এসময় প্রায় ৭৫টি ভোট ছিঁড়ে ফেলে দুর্বুত্তরা। আধা ঘন্টা ভোটগ্রহণ স্থগিত রাখার পর আবার চালু হয়। এদিকে একই সময়ে শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে একটি বুথে ভোটারদের বের করে দেওয়ার অভিযোগ করেন বিএনপি মেয়র প্রার্থী অলিউর রহমান। ওই কেন্দ্রের পাশে বিএনপি প্রার্থীর অফিস ভাংচুর ও নারী কর্মীদের উপর হামলা ও সাদিক মিয়া নামে এক কর্মীকে মারধোর করা হয়।

    বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সিনিয়র মাদ্রাসা কেন্দ্র, নোয়াগাঁও সরকারি প্রাথমিক কেন্দ্রে থেমে থেমে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

    মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল দাবি করেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর কিছুই ঘটেনি।