মৌলভীবাজারে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের সনদপত্র বিতরণ

    0
    170

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬আগস্ট আলী হোসেন রাজনঃমহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষিত বেকার মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় চলছে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ কর্মশালা।

    মৌলভীবাজার জেলা মহিলা সংস্থার বাস্থবায়নে আজ সংস্থার কার্যালয়ে প্রশিক্ষণের প্রথমপর্ব শেষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪৬জন প্রশিক্ষণার্থীদের মধ্যে আন্তর্জাতিক মানের সনদপত্র বিতরণ করা হয়েছে।

    জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা জোহরা আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।

    প্রকল্পের অধীনে ৬৪টি জেলায় ৫ বছরে ২৪ হাজার ৯৬০ জন মহিলাকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।