মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত

    0
    686

    আলী হোসেন রাজন, মৌলভীবাজারঃ মুজিব বর্ষে সপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২১। দিবসটি উপলক্ষে সোমবার (১৫মার্চ) বিকেলে ১১ টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে ভোক্তার বর্ণাঢ্য ট্রাকশোর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উদ্বোধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভায় নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ভূমিকা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা: চৌধূরী জালাল উদ্দিন মোর্শেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন ও চেম্বার অব কমার্সের সভাপতি মো: কামাল হোসেন।

    আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্টেকহোল্ডার, সাংবাদিক ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।

    মৌলভীবাজার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত
    মৌলভীবাজার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত