মৌলভীবাজার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা

    0
    198

    অনুষ্টানে দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় আইন শৃংঙ্খলা বাহিনী ও জনসাধারনকে সচেষ্ট থাকার আহবান:আই জি পি শহীদুল হক

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮জানুয়ারী,আলী হোসেন রাজন: ১৭ জানুয়ারি রবিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । ক্রীড়া প্রতিযোগীতায় জেলা পুলিশের সকল সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহন করেন। পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান, সিলেট রেঞ্জ এর ( ডিআইজি) মো: মিজানুর রহমান। খেলাধূলা শেষে পুরস্কার বিতরণ করেন পুলিশের মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক ।

    এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাম্প্রতিক সময়ে পুলিশের ভুমিকা নিয়ে সুশিল সমাজের সমালোচনার মন্তব্যে পুলিশ মহা পরিদর্শক বলেন সুশিল সমাজ কে কোন পুলিশ সদস্যের অপরাধের দায় পুরো বিভাগ নেবে না। কোন পুলিশ অপরাধ করে পার পায়নি পাবে না। দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় আইন শৃংঙ্খলা বাহিনী ও জনসাধারনকে সচেষ্ট থাকার আহবান জানান আই জি পি শহীদুল হক

    তিনি আরোও বলেন বিগত সাত বছরে পুলিশের অনেক সাফল্য রয়েছে। জঙ্গীবাদ মোকাবেলায় ও রাজনৈতিক জ্বালাও পোড়াও আন্দোলন মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ভূমিকা বিশ্বের উন্নত দেশের চাইতে অনেক ভালো অবস্থানে।