মৌলভীবাজার প্রতিমা বিসর্জনের ঘাট দখলের প্রতিবাদ

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জুলাই,আলী হোসেন রাজন: মৌলভীবাজার পৌরসভা প্রতিমা বিসর্জনের একমাত্র ঘাট দখলের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি দিয়েছেন হিন্দু জনসাধারন।

    আজ শনিবার ১১জুলাই সকাল ১১টায়  মৌলভীবাজার পৌরসভা প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটির ব্যানারে চৌমুহনা চত্ত্বরে মানববন্ধন হয়েছে। এতে শহরের প্রায় দুই শতাধীক হিন্দু জনসাধারন অংশ গ্রহন করেন। বিসর্জন ঘাট রক্ষা কমিটির আহবায়ক ফনীন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি এড. মাখন লাল দাশ, সাধারন সম্পাদক এড. রাধাপদ দেব সজল, জেলা পূজা পরিষদের সাধারন সম্পাদক পঙ্কজ রায় মুন্না, প্রমথ রঞ্জন পাল, আশু রঞ্জন দাশ, এড. বিশ্বজিৎ ঘোষ।

    এ সময় বক্তারা বলেন, মৌলভীবাজার শহরের ফরেষ্ঠ অফিস রোড সংগলœ মনুনদীতে সনাতন ধর্মীয়দের ঐতিহ্যবাহী প্রতিমা বিসর্জনের ঘাট রয়েছে। সনাতন ধর্মীয় জনসাধারন যুগ যুগ ধরে এখানে প্রতিমা বিসর্জন করে আসছেন। সেই প্রতিমা বিসর্জনের প্রবেশ পথ দখল করে মুক্তিযোদ্ধা সংসদ নতুন আরেকটি ভবন নির্মান করায় প্রতিমা বিসর্জনে বাঁধা গ্রস্থ হবে। অবিলম্বে ভবনের নির্মান কাজ বন্ধ করে প্রতিমা বিসর্জনের প্রবেশ পথ দখল মুক্ত করার আহবান জানান বক্তারা।

    পরে একই দাবীতে চৌমুহনা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি দেন প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটির নেতৃবৃন্দ।