মৌলভীবাজার জেলা সার্ভার ষ্টেশনের উদ্বোধন

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭আগস্ট,আলী হোসেন রাজন: নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ বলেছেন, বর্তমানে হালনাগাদ ভোটার তালিকার কাজ চলছে। যাদের বয়স আগামী ১ জানুয়ারী ১৮ বছর হবে তাদেরকে ভোটার করা হচ্ছে। পাশাপাশি যাদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে তাদের শুধু তথ্য রেজিষ্টেশন করা হচ্ছে জাতীয় পরিচয় পত্র দেয়ার জন্য। বয়স ১৮ বছর পূণ হলে ভোটার তারা হবেন। মৌলভীবাজার জেলা সার্ভার ষ্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিদের এ কথা জানান।

    বৃহস্পতিবার দূপুরে মৌলভীবাজার জেলা সার্ভার ষ্টেশন অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, আ লিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হক, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্থাফিজুল হক আকন্দ।

    নির্বাচন কমিশনার আরো বলেন জেলা ও উপজেলা ভিত্তিক সার্ভার ষ্টেশন নির্বাচন কমিশনের একটি যুগান্তকারী পদক্ষেপ। আগামী বছরের প্রথম দিকে দেশের সকল সার্ভার ষ্টেশনগুলো ডাটা কানেকটিভিটির সাথে হবে।  ষ্টেশন গুলো পুরোপুরি চালু হলে একজন ভোটার তার সব তথ্য সংশোধন করে ও ছবি তোলে তার প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন এবং যে কোন ভোটার যখন চাইবে তখনই ভোটার হতে পারবেন।

    শেষে নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ সার্ভর ষ্টেশন প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।