মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত-০২

    0
    267

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১মে,বিক্রমজিত বর্ধন:    মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বজ্রপাতের ঘটনায় সোমবার (৩০ এপ্রিল) ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন প্রবাসী ও একজন চা শ্রমিক রয়েছেন।
    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তমিজ উদ্দিন (৩৫) নামের একজন প্রবাসী নিহত হয়েছেন। তিনি মাঠে গরু চরাতে গিয়েছিলেন। এসময় তার সঙ্গে থাকা ৩টি গরুও ঘটনাস্থলে মারা যায়।
    শ্রীমঙ্গলে বজ্রপাতের আরেক ঘটনায় অজয় গোয়ালা (২০) নামের একজন চা শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। দুপুরে ভারী বর্ষণের সময় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে এই ঘটনা ঘটে।
    পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে অজয় মারা যান। নিহত অজয় লাখাইছড়া চা বাগানের বাসিন্দা চা শ্রমিক দিপক গোয়ালার ছেলে। এই ঘটনায় আহতরা হলেন একই এলাকার রাখাল সবর (৩২), জীতেন সবর (৩০), কিশোর গোয়ালা (২৫) ও রিপন ভূইয়া (২০)।
    শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সুবহান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতের চিকিৎসা চলছে এবং মৃত ব্যাক্তির লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।