মৌলভীবাজার চাষীদের মধ্যে বীজ ও সার বিতরন

    0
    215

    আলী হোসেন রাজন: মৌলভীবাজারে ৮৪৫০জন গরীব কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী।

    আজ বিকেল তিন টায় মৌলভীবাজার উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দ্যোগে কৃষকদের হাতে উপশি জাতের আউশ ধানের বীজ ও সার তুলে দেন সমাজকল্যান মন্ত্রী। প্রত্যেক কৃষককে ৫কেজি উচ্চ ফলনশীল বীজ,২০কেজি ইউরিয়া সার, ১০ কেজি বিওপি, ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়েছে। এছাড়া ৪৫০জন গরীব কৃষককে আগাছা পরিস্কারও সেচ বাবত নগদ ৮০০ টাকা দেয়া হয়। এর ফলে জেলার ধান উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন কতৃপক্ষ। এরপর মন্ত্রী মৌলভীবাজারের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পূণর্মিলনীর ‘লগো উন্মোচন’ করেন । এ সময় মন্ত্রী সবার সাথে গানে কন্ঠ মেলান।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কামরুল হাসান সহ কৃষি ও শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
    এতে বিদ্যালয়ের ১৯৩২ থেকে ২০১৪ সালের প্রাক্তন ছাত্রীরা অংশগ্রহণ করেন।