মৌলভীবাজার ইমজার নির্বাচনী কার্যক্রম স্থগিতের জন্য চিটি

    0
    273

    মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা) এর নির্বাচন স্থগিতের জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের আহবায়ককে চিটি দেয়া হয়েছে। ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তি না করা, বিলম্বে স্থায়ী সদস্য করা ও গঠনতন্ত্র অনুয়ায়ী মেয়াদের ৪৫ দিন আগে কমিশন গঠন না করে নির্বাহী কমিটির সভা করার অভিযোগ এনে কমিশনকে চিটি দেয়া হয়।
    এ বিষয়ে ইমজার সিনিয়র সদস্য সৈয়দ মহসীন পারভেজ জানান, ইমজার সাধারণ সদস্যরা বেশ কিছু অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করলে তিনি ২৬ জুলাই সন্ধ্যায় তলবী সভা অস্থায়ী কার্যালয় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আহবান করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৮ জুলাই দূপুরে নির্বাচনী কার্যক্রম স্থগিত করে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ন ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করার জন্য নির্বাচন কমিশনের আহবায়ক ও রাজনগর সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক রজত কান্তি গোস্বামীকে চিটি দিয়ে অনুরোধ জানান। উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার আকমল হোসেন নিপু ও ডেইলী অবজারভার প্রতিনিধি অশোক কুমার দাশ।
    তিনি আরও জানান, ইমজার বর্তমান কমিটির মেয়াদ ১৯ জুন ২০২০ তারিখ পর্যন্ত ছিল। গঠনতন্ত্র অনুযায়ী ৪৫ দিন পূর্বে কার্যকরী কমিটি ১ জনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করবে। কার্যকরী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী ৪৫ দিন পূর্বে নির্বাচন কমিশন গঠন না করে গত ২৩ মে ২০২০ তারিখে অবৈধ ভাবে সভা করে। গঠনতন্ত্র অনুযায়ী ওই কমিটি কোন কার্যক্রম করতে পারেনা। তারপরও সভা করে অবৈধ ভাবে নির্বচন কমিশন গঠন করে।
    সভায় ক্যামেরা পার্সনদের স্থায়ী করার লক্ষ্যে ইমজার গঠনতন্ত্রের কিছু ধারা ও উপধারা সংজোযন ও বিয়োজন করে সংশোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
    সভায় ইমজার স সদস্য শেখ সিরাজুল ইসলাম সিরাজ, এম এ হামিদ, আলী হোসেন রাজন ও মোঃ মাহবুবুর রহমান রাহেল এর দাখিলকৃত লিখিত পৃথক আবেদন গুলো নিয়ে তলবী সভায় ব্যাপক আলোচনা হয়।
    শেখ সিরাজুল ইসলাম সিরাজ এর লিখিত ও মৌখিক বক্তব্য পর্যালোচনা থেকে বেরিয়ে আসে ইমজার সদস্য ইনডিপেনডেন্ট টেলিভিশনে মোঃ আব্দুর রব জেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি কর্মরত নেই। তুহিনুর রশিদ জুবায়ের ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। গত ১৮ জুলাই ২০২০ তারিখে নির্বাহী কমিটির সভার পর দিন ১৯ জুলাই ২০২০ তারিখে ভোটার তালিকা তৈরী করা হয়। ওই ভোটার তালিকায় ২১ নং ক্রমিকে নাম প্রকাশ করা হয় ইনডিপেনডেন্ট টিভি থেকে মোঃ আব্দুর রবকে ভোটার করা হয়েছে।
    ইমজার সদস্য শেখ সিরাজুল ইসলাম সিরাজ এর নিকট থেকে গত ১৫/০৭/২০২০ তারিখ ইমজার মাসিক চাঁদা জুলাই ২০১৮ হতে আগষ্ট ২০২০ পর্যন্ত ১৩০০/= নেয়া হয়। তিনিও ইমজার সকল প্রক্রিয়ায় নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দেন। তিনিও বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে অন্য একটি টেলিভিশনে নিয়মিত সংবাদ পাঠাচ্ছেন। দেশব্যাপী করোনা সমস্যায় মিডিয়া হাউস গুলোতে ছাটাই চলায় এই মুহুর্থে কোন প্রকার সিদ্ধান্ত দিতে পারছেনা প্রতিষ্ঠানটি। ১৯ জুলাই ২০২০ তারিখে ভোটার তালিকায় তার নাম না আসায় বিস্মিত হয়ে উঠেন ।
    চ্যানেল ২৪ মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ হামিদ হিসেবে কাজ করছেন। তিনি লিখিত ও মৌখিক ভাবে তার ব্যক্তিগত সমস্য সংক্রান্ত বিষয়ে উপস্থাপন করেন তলবি সভায়। তিনি বর্তমান ইমজার নির্বাহী কমিটির সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। তার পরিবারের সদস্যের শারিরিক অসুস্থার কারণে ১৮ তারিখের নির্বাহী কমিটির সভায় উপস্থিত হতে না পারায় সদস্য ফি জমা দিতে পারেননি। ওদিন সন্ধ্যার পর থেকে মুঠোফোনে সদস্য ফি জমা দেয়ার বিষয়ে যোগাযোগ করেন। পরে সদস্য ফি পরিশোধ সাপেক্ষে সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত আবেদন করেন ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির জন্য।
    বাংলা টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন হিসেবে ২০১৭ সালের ১০ মে নিয়োগ পান। তিনি সভায় লিখিত ও মৌখিক ভাবে বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে জানান ২০১৫ সালের প্রথম দিক তিনি ইমজার সহযোগী সদস্য হন। ২০১৮ সালে ১৯ জুলাই ইমজার বর্তমান সভাপতির কাছে স্থায়ী সদস্য হওয়ার জন্য গেলে তিনি সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পর দিন ২১ জুলাই ২০১৮ ইং তিনি সাধারণ সম্পাদকের নিকট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে যথারিতি পূরণ করে নিয়োগের বৈধ কাগজপত্র সহ জমা দেন।
    প্রায় ২ বছর সভাপতি ও সম্পাদকের কাছে ধরণা দেয়ার পর গত ১৮ জুলাই ২০২০ তারিখে নির্বাহী কমিটির সভায় তাকে স্থায়ী সদস্য দেয়া হয়েছে দেখানো হয়। পরদিন ১৯ জুলাই ২০২০ ইং তারিখে প্রকাশিত তালিকায় তার নাম ছাড়াই ঝুলানো হয় ভোটার তালিকা।
    এশিয়ান টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল তলবী সভায় লিখিত ও মৌখিক ভাবে বক্তব্য উপস্থাপন করে জানান। ২০১৮ সালের ২৬ জুন নিয়োগ প্রাপ্ত হওয়ার পর থেকে ইমজার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করেন। বিশেষ করে মৌলভীবাজার জেলা সদরে ইমজার সভপতির অবস্থান থাকায় তিনির সাথে একাধিক সময়ে যোগাযোগ করেন। পরে সভপতির পরামর্শে সাধারণ সম্পাদকের নিকট থেকে ইমজার নির্ধারিত ফরম সংগ্রহ করে বৈধ নিযোগ পত্রসহ গত ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে সাধারণ সম্পাদকের কাছে জমা দেন। তিনি সভাপতি ও সম্পাদকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তাকে স্থায়ী সদস্য ও ভোটার করার জন্য। দীর্ঘদিন কালক্ষেপনের পর গত ১৮ জুলাই ২০২০ তারিখে নির্বাহী কমিটির সভায় তাকে স্থায়ী সদস্য করা হয়। পরে তার ভোটার তালিকায় নামও প্রকাশ করা হয়নি।
    তলবী সভার আগে ইমজার উল্লেখিত ৪ জন সদস্য শেখ সিরাজুল ইসলাম সিরাজ, এম এ হামিদ, আলী হোসেন রাজন ও মোঃ মাহবুবুর রহমান রাহেল ইমজার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করেন তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার জন্য। পাশাপাশি তারা নির্বাচন কমিশনের আহবায়কের কাছে লিখিত আবেদন করেন।
    এ বিষয়ে নির্বাচন কমিশনের আহবায়ক ও রাজনগর সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক রজত কান্তি গোস্বামী জানান, ৪ জন সদস্যের কাছ থেকে ভোটার তালিকায় নাম আর্ন্তভুক্তি করার জন্য চিটি পেয়েছেন। এছাড়াও পৃথক ভাবে ইমজার সদস্য সৈয়দ মহসীন পারভেজ তলবী সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৮ জুলাই তাকে নির্বাচনী কার্যক্রম স্থগিত করে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ন ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করার জন্য চিটি দেন বলে স্বীকার করেন। তবে নির্বাচন স্থগিত ও হালনাগাদ ভোটার তালিকা তৈরী ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করার তার এখতিয়ার ভুক্ত নহে। উক্ত বিষয়টি কমিশনের দায়িত্বের মধ্যে পরেনা উল্লেখ করে বলেন কমিশনের কাছে আসা ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
    তলবী সভায় উল্লেখিত ৪ জন সদস্যের বিষয়ে পর্যালোচনা করে দেখা যায় ভোটের হিসেব-নিকেশ ও পূর্ব পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন গঠন ও সদস্যেদের অধিকার ক্ষুন্ন করে তরিগরি করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তালিকা তৈরী করা হয় যা নির্বাহী কমিটি পক্ষপাতমূলক আচরন করেছে।
    সদস্যরা নির্বাচনী কার্যক্রম স্থগিত করে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ন ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন পরিচালনার জন্য দাবী করেন।