মৌলভীবাজারে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

    0
    457

     প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ডিসেম্বর,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজার ৫টি পৌরসভার মধ্যে ৪টি পৌরসভার নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। সিমান্ত এলাকায় মামলা থাকার কারনে এবার নির্বাচনে শ্রীমঙ্গল পৌরসভায় নির্বাচন হচ্ছেনা।

    ৪টি পৌরসভা নির্বাচনের যাচাই বাচাইর শেষ দিন ০৬ ডিসেম্বর যাচাই বাচাইয়ে মৌলভীবাজার সদরে ৬জন মেয়র প্রার্থীর মধ্যে দুজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুকুর রহমান সিকদার।

    এরা হলেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমান ও খেলাফত মজলিসের সৈয়দ মুজ্জাদ্দিদ আলী। এছারাও মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার নির্বাচনে বড়লেখা মহিলা আওয়ামীলীগের সভাপতি রায়না আক্তারের প্রার্থীতা বাতিল ঘোষনা করেন ।

    এদিকে মৌলভীবাজার সদর পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার পৌর বিএনপি। রোববার দুপুর আড়াইটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষদিন রোববার (০৬ ডিসেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুকুর রহমান সিকদার ক্ষমতাসীন দলের বশীভূত হয়ে সরকারি দলের নেতৃবৃন্দের অবৈধ হস্তক্ষেপে শুনানীতে আমাদেরকে সুযোগ না দিয়ে সর্বশেষ আয়কর রিটার্ণের কপি নেই মর্মে উল্লেখ করে ধানের শীষের মেয়র প্রার্থী অলিউর রহমানের বৈধ মনোনয়নপত্র বেআইনীভাবে বাতিল ঘোষণা করেন।

    সাংবাদিকদের একাংশ
    সাংবাদিকদের একাংশ

    অথচ মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়নপত্র সংক্রান্ত যাবতীয় কাগজপত্রাদি যথাসময়ে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করি। যার ফেরত কপি আমাদের কাছে সংরক্ষিত আছে। আমরা মনে করি সরকারের নীল নকশা বাস্তবায়নের পূর্ব পরিকল্পনানুযায়ী প্রত্যেক জেলা সদরের পৌরসভা দখল করার হীন উদ্দেশ্যে আমাদের প্রার্থীকে বেআইনীভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

    আমরা জেলা প্রশাসকের কাছে আপীলসহ নির্বাচন কমিশনের কাছে এবিষয়ে লিখিত আবেদন করবো বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি প্রতিষ্ঠাতা আব্দুল ওয়ালি সিদ্দিকী, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, পৌর বিএনপি সভাপতি আনোয়ার আক্তার চৌধুরী শিউলি প্রমুখ।