মৌলভীবাজারে ১৪ বিএনপি-জামায়াতের নেতাকর্মী জেলহাজতে

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫ফেব্রুয়ারী পুলিশ নির্যাতন মামলায় সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক বাহাউদ্দিন কাজী জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

    জামিন নামঞ্জুর করে বিএনপি-জামায়তের ১৪ নেতা কর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার জেলা আদালত।

    আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলা জামায়েতের আমীর আব্দুল মান্নান, মৌলভীবাজার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মামুদুর রহমান, মুজিবুর রহমান মজনু, শাহাব উদ্দিন, ফয়ছল আহমদ।

    উল্লেখ্য ২০১৫ সালের ৫ জানুয়ারী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপির নেতৃত্বাধিন মৌলভীবাজার জেলা ২০ দলীয় ঐক্যজোট শহরে কালো পতাকা মিছিল বের করলে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় ওই দিন রাতে মৌলভীবাজার মডেল থানার এসআই নূর মিয়া বাদী হয়ে ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং- জি আর ৭/১৫) ।

    ওই মামলায় এসআই মিজান চলতি বছরের ৩০ জুুলাই মৌলভীবাজার আদালতে ১১৮ জনের নামে চার্জশীট দাখিল করেন। ওই চার্জশীটে ৫১ নং আসামী হিসাবে মৃত ছাত্রদল কর্মী বাবলু উরফে মিলাদ ও ৮১ নং আসামী হিসাবে শিবির নেতা এড্যাভোকেট কবির আহমেদকে আসামী করা হয়।

    এ মামলায় বিএনপি ও জামায়াতের মোট ৯৮ জন নেতাকর্মীদের বিরুদ্ধে ৩১ ডিসেম্বর গ্রেফতারী পরোয়ানা জারি করেন অতিরিক্ত চীফ জুডিশিয়্যাল ম্যাজিষ্টেট বাহাউদ্দিন কাজী।