মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের দাবি

    0
    219

    “মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের সভা মে দিবসে ছুটি, ন্যায্য মজুরি, ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি”

    আমারসিলেট24ডটকম,০১এপ্রিলমৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর এক সভায় মহান মে দিবসে স্ববেতন পূর্ণদিবস ছুটি, বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি, ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রম আইন বাস্তবায়ন ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত স্থাপনের দাবি জানানো হয়েছে। গত ৩১ মার্চ সন্ধ্যা ৭ টার সময় চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সভাপিত মোঃ মোস্তফা কামাল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা কমিটির সহ-সভাপতি মীর মোঃ জসিমউদ্দিন, হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপিত মোঃ আজিজ মিয়া, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ ছায়েদ মুন্সী ও সহ-সাধারণ সম্পাদক কিরণ মিয়া প্রমুখ।

    এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ। সভায় বিস্ত্মারিত আলোচনা করে মহান মে দিবসে স্ববেতন পূর্ণদিবস ছুটি, বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি, ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রম আইন বাস্ত্মবায়নের দাবিতে শ্রম মন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, পৌর মেয়র, উপ-শ্রম পরিচালক, শ্রম পরিদর্শক, চেম্বার অব কমার্স, হোটেল মালিক সমিতি বরাবর ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান, ৪ এপ্রিল জেলা পর্যায়ে কর্মীসভা, ১১ এপ্রিল কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত্ম গ্রহণ করা হয়।

    সভায় এক প্রস্তাবে তীব্র নিন্দা ও  ক্ষোভ প্রকাশ করে বলা হয় সব ধরনের আইনী প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন গত ২৮ মার্চ ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে সম্মেলন আয়োজন করলেও ২৭ মার্চ হঠাৎ করে পুলিশ দিয়ে সম্মেলনের উপর নিষেধাজ্ঞা জারী করে বর্তমান সরকার স্বৈরতান্ত্রিকভাবে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।