মৌলভীবাজারে সাক্ষীকে প্রকাশ্যে খুন ও মারপিট করার হুমকি!

    0
    257

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জুন,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার অটোমোবাইল ওয়ার্কসপে গাড়ি পুড়ানোর মামলার সাক্ষীকে হত্যার প্রতিবাদে এবং আসামীদরে গ্রেফতারেরদাবীতে গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীভাজার জেলা অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন।

    এদিকে মামলার তৃতীয় সাক্ষী জুনেল আলমকে আসামীরা প্রতিনিয়ত প্রকাশ্যে খুন ও মারপিট করার হুমকি দিলে প্রাণ রক্ষার্থে তিনি রবিবার মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন (ডায়েরী নং ৯০৫)।

    জানা যায়, মৌলভীবাজার জগন্নাথপুরের ওয়ার্কসপ ব্যবসায়ী আলী আহমদ এর ওয়ার্কসপে মেরামতের জন্য রাখা গাড়িতে (ঢাকা-গ-১৩-৬০৮২) পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গত ৫ জুন সকাল ৬টায় আগুণ ধরিয়েদেয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদরে চিহ্নিত করে এঘটনায় ওয়ার্কসপের স্বত্তাধিকারী আলী আহমদ বাদী হয়ে ৬জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং ১২/১৮০)। আসামীরা হলেন, জুবেল মিয়া (২৮) রাবিন আহমদ (৩৯) জনি আহমদ (২৪) রুবেল মিয়া (৪) জুয়েল মিয়া (৩০) সাগর (২২)। মামলার বাদী বলেন, পুলিশ একজন আসামীকে গ্রেফতার করলেও বাকীরা প্রকাশ্যে দিনে-দুপুরে চলাফেরা করছে। রহস্যজনক কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।

    সংগঠনের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রায়হান কুতুব, সাবেক সাধারণ সম্পাদক জামান টুটুল, যুগ্ন-সম্পাদক সাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও গেরেজ মালিক আলি আহমদ প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা আরও কটোর আন্দোলন করতে বাধ্য হবেন।

    এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ গাড়ি পোড়ানুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতি মধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকীদেরকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

    ক্যাপশনঃ সাক্ষীকে হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে মৌলভীবাজার অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ।