মৌলভীবাজারে সহিদ বাহিনির আতঙ্কে এলকাবাসি

    0
    185

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০জানুয়ারী,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাদনী ঘাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের  মাতারকাপন গ্রামে সহিদ বাহিনির আতঙ্কে দিশেহারা এলাকাবাসি । সরেজমিনে গিয়ে জানা যায় সহিদ বাহিনির সহিদ নিজে ও তার বাহিনি নিয়ে এলাকার মানুষের জমিতে থাকা ফসল নিজের দাপট দেখিয়ে লুটপাট করে নিজের ঘরে নিয়ে আসে।  এলাকার কেউ কথা বল্লে শহিদ তাদের কে মার ধরের হুমকি দেয়।

    শামসুন্নাহার কলি ও এলাকাবাসি বলেন আমরা প্রতিবাদ করলে আমাদের ঘরে এসে সহিদ ও তার বাহিনি গালি গালাজ করে এবং বলে আমরা কথা বল্লে আমাদের  ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। ওই এলাকার মিনারা বেগম প্রবাসির জায়গা জমি দেখা সুনা করেন স্থানিয় বাসিন্দা জসিম মিয়া ।

    জসিম মিয়া জানান ৬৫ শতক জমিতে আমি আলু,মুলা ,ফরাশ,ধনিয়া পাতা সরিষা চাষ করে থাকি পাশা পাশি একটি ফিসারীতেও মাছ চাষ করি ,কিন্তু দীর্ঘ ৪ বছর ধরে আমি এই জমি থেকে কোন ফসল ও মাছ নিতে পারি না  শহিদ বাহিনির আতঙ্কে ।

    এ ব্যাপারে আমি মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দেই। জসিমের অভিযোগ পেয়ে মৌলভীবাজার মডেল থানা থেকে এস আই মনির এলাকায় পরির্দশনে আসলে অভিযোগের সত্যতা পায় এবং পাশের পুকুর থেকে বেড়ার এক টুকর উদ্যার করে জসিমের জায়গায় লাগিয়ে দেন।

    পুলিশ এলাকা থেকে আসার পর থেকে শহিদ বাহিনির উৎপাত আরো বেরে য়ায়। তাদের উৎপাতে অতিষ্ট হয়ে সামছিয়া বেগম ৫ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ করেন ।

    তারা হলেন শহিদ মিয়া (৫০) মো: আজাদ মিয়া (৪৫),মো: রনি আহমদ(২২),নিলুফা বেগম (২৯),রুমি বেগম (৩৮) সীমা বেগম (২২)।  জসিম মিয়া ৭নং চাদনী ঘাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোশারফ হোসেন বাদশার কাছে গিয়ে একটি মৌখিক অভিযোগ করেন