মৌলভীবাজারে সভাপতি নেছার আহমদ সম্পাদক মিছবাহুর

    0
    469

    “বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ বিতরনের নামে বিশৃঙ্খলার পায়তারা করছেন”-মৌলভীবাজার জেলা আ’লীগের সম্মেলনে-ওবায়দুল কাদের”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭অক্টোবর,আলী হোসেন রাজন,মৌলভীবাজারঃ সেতু মন্ত্রী ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি চক্রান্তের জাল ছড়িয়ে যাচ্ছে। পানি ঘোলা করে ষড়যন্ত্রের মাধ্যেমে ক্ষমতায় আসতে। বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন রোহিঙ্গাদের ত্রাণ বিতরনের নামে বিশৃঙ্খলার পায়তারা করছে বিএনপি। মানবিক ইস্যুকে তারা রাজনীতির হাতিয়ার বানিয়েছে। রোহিঙ্গাদের সাহায্য দেয়ার নাম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। তিনি ত্রানের নামে রোহিঙ্গাদের ঢাল করে তিনদিন রাস্তায় যানজট সৃষ্টি করছেন। মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তবে তিনি এসব কথা বলেন।

    আজ সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন সেতু মন্ত্রী ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ এগারো বছর পর জেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ায় হাজারো কর্মি সমর্থকদের উপস্থিতিতে সম্মেলন স্থল জনসমুদ্রে পরিনত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেছার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান,অধ্যাপক মো: রফিকুর রহমান।

    এছাড়াও জাতীয় সংসদের হুইপ সাহাবুদ্দিন আহমদ, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন (এমপি)  ও স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
    এসময় প্রধান অতিথি দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন গণতন্ত্রকে বাচাতে হলে আওয়ামীলীগকে বাচাতে হবে, এজন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান মন্ত্রী। তিনি বলেন দলে বেশিকরে নারিনেতৃত্ব ও তরূন দের প্রাধান্য দিতে হবে,তারাই আগামী দিনে দলকে নেতৃত্ব দিবে।
    মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে বিকেল ৪টায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নেছার আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মিছবাহুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাধাপদ দেব সজল।
    এছাড়াও সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মসুদ আহমদ।
    যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. ফজলুর রহমান (মেয়র), সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেন। জাতীয় পরিষদ সদস্য- মো. ফিরোজ। এছাড়াও কমিটির অন্যান্য পদগুলো পরবর্তীতে ঘোষনা করা হবে।