মৌলভীবাজারে শেষ হল তাবলীগি ইজতেমাঃদু জনের মুত্যু

    0
    414

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জানুয়ারী,নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজারঃ দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল প্রথম বারের মত তাবলীগ জামাতের মৌলভীবাজার জেলা ইজতেমা। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টা ৫০ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। আর এর মাধ্যমে শেষ হল তাবলিগ জামাতের জেলা ইজতেমা।

    মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ফারুক। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের হাজারো জনের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা মাঠ । মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ইজতেমা মাঠে উপস্থিত হন তারা।

    এদিকে শুক্রবার ২৬ জানুয়ারি দিবাগত রাতে দু জনের মুত্যু হয়েছে ইজতেমা মাঠে।
    জানা যায় প্রচণ্ড শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাদের দু জনকে মৃত বলে ঘোষনা করেন। তারা হলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫) ।
    উল্লেখ্য ২৫ জানুয়ারি বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।