মৌলভীবাজারে শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময়ে সমাজকল্যান মন্ত্রী

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২মার্চ,আলী হোসেন রাজন: প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষকদের ঞ্গানের পরিধি সীমিত এমন মন্তব্য করেন সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসীন আলী । শিক্ষকগনকে পাঠদানের সময় মা ও অভিভাবকদের মত আচরন করে শিশুদের সু শিক্ষায় শিক্ষিত করার পরামর্শ দেন তিনি। মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষকদের একটি সভায় এসব কথা বলেন সমাজকল্যান মন্ত্রী।

    মৌলভীবাজার সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে আজ সকাল সাড়ে এগারোটায় পৌর জনমিলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন , অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, নবাগত শিক্ষকদের বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী । মৌলভীবাজার সদর উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। আপডেট