মৌলভীবাজারে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

    0
    482

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩ডিসেম্বরঃ“সৃজনশীল মেধাবিকাশে সুনিপূণ সোপান ” এই শ্লোগানে দেশের জনপ্রিয় বৃহত্তম বেসরকারি মেধাবৃত্তি  “শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৭  শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত  শ্রীমঙ্গলের ইছুবপুর রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

    কেন্দ্র পরিদর্শন করেন, অধ্যক্ষ আল্লামা  মুফতি শেখ শিব্বির আহমদ ও সিরাজনগর মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা শেখ জুবাইর আহমদ রহমতাবাদী, অধ্যক্ষ মোল্লা শাহিদ আহমদ নঈমী, জেলা যুবসেনার সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি, সৈয়দ মুফিদুল হক,শ্রীমঙ্গল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক সাহজাহান আহমদ, যুবসেনার সভাপতি,ডা: মামুনুর রশিদ, পরিচালনায় ছিলেন,পরিচালক, এম এ এম রাসেল মোস্তফা,উপ পরিচালক আশরাফুল খান রুহেল,হাফিজুর রহমান জুলহাস, আব্দুল কাইয়ুম চৌধুরী,খলিলুর রহমান,মো:নুরে আলম, শাকিল আহমদ বাবুল,আব্দুল আজিজ, মোশারফ আহমদ,শাহিন সুলতান,রাসেল হোসেন,নুরে আলম, সুমন আহমদ।
    অপরদিকে জেলার মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসায় ও পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার হল পরিদর্শন করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক, মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জি,সাথে ছিলেন  জেলার যুবসেনার সভাপতি, এম মুহিবুর রহমান মুহিব,জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি, মাওলানা হাফেজ সৈয়দ মুফিদুল হক,কেন্দ্র প্রধান শেখ কামরুল হাসান, জেলা সাধারন সম্পাদক ছাত্রনেতা জুনেদুল ইসলাম চৌধুরী অাদনান সহ পরীক্ষার উপ-পরিচালক  নিয়ন্ত্রণ শেখ সাইফুর রহমান মুন্না , ছাত্রনেতা আবুল কালাম, জামাল আহমদ প্রমুখ।