মৌলভীবাজারে রিকশা শ্রমিক সংঘের সভায় নির্যাতন বন্ধের দাবি  

    0
    238

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মে: মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের এক সভায় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিরোধ করে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ, রিকশা রাখার জন্য সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও কথায় কথায় রিকশা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। ১৯ মে সন্ধ্যায় রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে ও রিকশা শ্রমিকনেতা মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে এক সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন রিকশা শ্রমিক সংঘের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, সদস্য আবু হানিফ খান, জুয়েল মিয়া, সাদেকুল ইসলাম, সফল মিয়া, আলম মিয়া, মোহাম্মদ আলী, মোঃ নাহিদ খান প্রমূখ।

    এছাড়াও সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি তারেশ বিশ্বাস সুমন। সভায় বক্তারা বলেন চাল, আটা, ডাল, তেল, লবন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্বিগুণের বেশি দাম বাড়ালেও দ্রব্য মূল্যের সাথে সংগতিপূর্ণ ন্যায্য ভাড়া না পাওয়ায় আমরা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছি। সেই সাথে যথাযথ ভাড়া নির্ধারণ না করায় যাত্রী সাধারণের সাথে ভাড়া নিয়ে বাদানুবাদ লেগেই থাকে এবং কোন কোন ক্ষেত্রে  আমাদের শাররিক লা নারও শিকার হতে হয়। তাছাড়া কোন কোন যাত্রী যাত্রা পথে এক মিনিটের কথা বলে রিকশা থামিয়ে সময় ক্ষেপন করলেও সেই অনুপাতে ন্যায্য ভাড়া পরিশোধ করেন না।

    একশ্রেণীর যাত্রীর জোরপূর্বক রিকশায় উঠা, এক জায়গার কথা বলে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অতিরিক্ত যাত্রী বহনে বাধ্য করা ইত্যাদি সহ্য করে আমাদের চলতে হয়। ট্রাফিক পুলিশ কর্র্তৃক অন্যায়ভাবে মারধোর, হাওয়া ছেড়ে দেওয়াসহ অন্যান্য পরিবহণের শ্রমিক, দোকানদার, পথচারীদের সাথে কোন ঘটনা ঘটলেই ন্যায়-অন্যায় বিচার না করে রিকশা শ্রমিকদের উপর জুলুম নির্যাতন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। যাত্রী উঠা নামার সুবিধাজনক রিকশা স্ট্যান্ডগুলোও ইজিবাইক, সিএনজি, মাইাক্রোবাস, হকার, ক্ষুদে ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় বাধ্য হয়ে দোকান বা মার্কেটের সামনে যাত্রী উঠাতে ও নামাতে হয়। ফলে একদিকে যেমন দোকান বা মার্কেটের ব্যবসায়ীদের সমস্যা হয় অন্যদিকে রিকশা শ্রমিকদেরও সংশ্লিস্টদের তাড়া খেয়ে চলতে হয়। বক্তারা এসব সমস্যা সমাধানে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া আহবান জানান।

    সভায় আগামী ২৯ মে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার ৪র্থ সম্মেলন সফল করার দায়িত্ব বন্টন করা হয়। সভায় বক্তারা ন্যায্য ভাড়া, স্থায়ী স্ট্যান্ড, কোর্ট রোড ও শাহমোস্তফা রোডের সংযোগস্থলে গোল চত্ত্বর নির্মাণ, শ্রমিকদের জন্য রেশনিং চালূ, শ্রীমঙ্গলে স্থায় শ্রম আদালত ও যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয় স্থাপনের জোর দাবি জানান।