মৌলভীবাজারে যৌতুকের দাবীতে জানালায় বেঁধে স্ত্রীকে নির্যাতন

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ডিসেম্বর,জহিরুল ইসলামঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধুপটিলা গ্রামের মাওলানা অলিউর রহমান এর মেয়ে মোচ্ছাম্মদ ফাইজিয়া আনসারি গুলশান (২০)। ২ বছর আগে পারিবারিক ভাবে মৌলভীবাজারের কনকপুর ইউনিয়নের রাখা গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম কদর খানের ছেলে মোঃ জামিল মিয়ার সাথে বিয়ে হয় ।

    মাওলানা অলিউর রহমান  জানান,বিয়ের সময় যৌতুকের কোন দাবী ছিল না বর পক্ষের। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই শুরু হয় শশুরালয়ের পরিবারের লোকজনের নির্যাতন । বিয়ের এক বছর পর কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকে শুরু হয় অমানবিক নির্যাতন । এক সময় এই নির্যাতন এর মাত্রা এতই বেড়ে যায় যে নিজের ১০ মাসের কন্যা সন্তান কে ফেলে নিজের জীবন বাঁচাতে কোন রকমে পালিয়ে আসে আমার বাড়িতে। তার অবস্থা দেখে গত ২৯ নভেম্বর  তাকে শ্রীমঙ্গল উপজেলা   হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছি।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালের বিছানায় নিরব হয়ে পড়ে রয়েছে সে । সারা গায়ে আঘাতের চিহ্ন।খবর পেয়ে হাসপাতালে গিয়ে অনেকক্ষন বসে থাকার পর অবশেষে ফাইজিয়ার সাথে কথা হয় তাকে কিভাবে নির্যাতন করা হয় এই বিষয়ে ফাইজিয়া জানায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে প্রায়ই মধ্যরাতে মারধর করে ফাইজিয়ার বাবাকে মোবাইলে মেয়ের কান্নার শব্দ শুনাতো স্বামী জামিল মিয়া।দরিদ্র ফাইজিয়ার পিতার পক্ষে মেয়ের শশুর বাড়ির যৌতুকের দাবী মেটানো সম্ভব হচ্ছিলো না।

    গত সপ্তাহে তাকে বাড়ির জানালার সাথে বেধে তার স্বামী জামিল অমানবিক নির্যাতন করে আসছিলো,জামিল এর এহেন কাজে জড়িত তার পিতা আব্দুর কাইয়ূম,মাতা-লায়লা বেগম,বোন সালমা বেগম,মা বোন মিলে জামিলকে নির্দেশ দেয় ফাইজিয়াকে জানে মারার জন্য। জামিলের বোন সালমা হুমকি দেন এ রকম এক জনকে মেরে ফেললে কিছু হবে না জানান নির্জাতিত ফাইজিয়া। বর্তমানে ফাইজিয়া ৫ মাসের অন্তসত্বা রয়েছে কিন্ত তার পেটের নীচে রয়েছ আঘাতের অসংখ্য কালো কালো দাগ,এ ছাড়া ও তার শরিরের স্পর্সকাতর স্থানে আঘাতের প্রচুর চিহ্ন রয়েছে বলে জানান তার করতব্যরত চিকিৎসক।

    ফাইজিয়ার পিতা জানায়, “আমার মেয়ে কে যৌতূকের জন্য মারপিট করেছে অথচ বাঁচার জন্যে আমার নামে মৌলভীবাজার মডেল থানায় অপহরণের কথা উল্লেখ করে জিডি করা হয়েছে,তাছাড়া বিভিন্ন ফোন থেকে আমাকে নানারকম ভয়ভীতি দেখানো হচ্ছে।