মৌলভীবাজারে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার-২

    0
    415

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪অক্টোবর: আলী হোসেন রাজনঃ মানবতা বিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজার থেকে দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই দুজন হচ্ছেন রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের মওলানা ইউনুছ আহমদ ও গয়াসপুর গ্রামের উজের আহমদ চৌধুুরী।
    জানা গেছে, ১৯৭১ সালে রাজনগর উপজেলার পাঁচগাও, খলাগ্রামসহ বিভিন্ন এলাকায় গনহত্যা সংঘটিত হয়। এই সব হত্যার সাথে এ দুজন সরাসরি সম্প্রিক্ত ছিলেন।
    রাজনগর থানা পুলিশ ১৩ অক্টোবর মঙ্গলবার রাত মওলানা ইঊনুছ আহমদকে তার বাড়ি থেকে এবং উজের আহমদ চৌধুরীকে মৌলভীবাজার শহর থেকে গ্রেফতার করা হয়। উজের আহমদ চৌধুরী মৌলভীবাজার সরকারি কলেজের বাস চালক হিসাবে কর্মরত ছিলেন।
    পুলিশ জানায়, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দায়ের করা মামলা নম্বর ১৪/২০১৫। গ্রেফতারি পরোয়ানা জারির কপি রাজনগর থানায় আসার পর তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ট্রাইব্যুনালে হস্তান্তর করার পক্রিয়া চলছে। গ্রেফতার হওয়া এই দুই জন মৌলভীবাজার জেলা থেকে এই প্রথম মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার হলেন।