মৌলভীবাজারে মনু থিয়েটারের ৩০তম প্রযোজনা ‘পাখি’ মঞ্চস্থ

    0
    467

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মে,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজারে উদ্বোধনী মঞ্চায়ন হল বাংলা নাটকের প্রবাদ পুরুষ, দুই বাংলায় সমানভাবে সমাদৃত মনোজ মিত্র রচিত নাটক পাখি। ড. আইরিন পারভীন লোপার নির্দেশনায় নাটক  “পাখি” মঞ্চে আনে মনু থিয়েটার, মৌলভীবাজার। নাটকটিতে দেখা যায় হত দরিদ্র নীতিশ, সব সময় স্বপ্ন দেখে তার শৈশব কালের বন্ধুদের একদিন তার নিজ গৃহে আপ্যায়িত করবে যারা বর্তমানে আর্থিকভাবে সমৃদ্ধ।

    কিন্তু সাধারণ একটি কোম্পানীতে হারিকেন ফেরি করে বিক্রি করা সামান্য একজন কর্মচারীর পক্ষে অতিথি আপ্যায়ন! তারপরও প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত সমস্ত টাকা উঠিয়ে বাজারহাট করে সকলকে একদিন নিমন্ত্রন দিয়ে বসে নীতিশ। দিন গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত, কিন্তু অতিথিরা আসে না, আসে একটি চিঠি-যার বৃত্তান্ত “নীতিশ নিমন্ত্রন করেছ, এই ঢের”।

    হত দরিদ্র বন্ধুর অর্থনাশের আশংকায় তারা নিমন্ত্রন গ্রহন না করে বন্ধুকে টাকা খরচের হাত থেকে রেহাই দিয়েছে। দরিদ্র নীতিশ লজ্জা ও অপমানে রন্জিত হয়ে আবিস্কার করে একমাত্র ভালবাসার মাঝেই সমস্ত- সুখ লুকিয়ে আছে, যা বিপুল অর্থ বিত্তের মাঝে খুজে পাওয়া যায় না।

    সম্প্রতি সাইফুর রহমান অডিটরিয়ামে মঞ্চায়িত ‘পাখি’ নাটকটির সেট, লাইট এবং শব্দের সাথে প্রতিটি চরিত্রের অভিনেতা-অভিনেত্রীর পোশাক-পরিচ্ছেদ ও প্রাণবন্ত অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। মনু থিয়েটারের ৩০ তম প্রযোজনা পাখি নাটকে অভিনয় করেছেন আ.স.ম. সালেহ সোহেল. জলি পাল, সুদীপ দাশ, মোঃ সাইদুল ইসলাম আনিস এবং নেপত্রে ছিলেন ড. আইরিন পারভীন লোপা, তারক নাথ দাস, সিকদার গোলাম কবির বাবু, নাইম আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী টিট,ু সোমেশ দাস যিশু এবং কয়ছর আহমদ।