মৌলভীবাজারে ব্যতিক্রমী এক হাজার হাতের মূর্তি ও লাল দুর্গা

    0
    290

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১সেপ্টেম্বর,আলী হোসেন রাজন,মৌলভীবাজার:  মৌলভীবাজারে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মহা ধুমধামে শুরু হবে ব্যতিক্রমী ত্রিনয়নী ও লাল দুর্গাপূজা। মৌলভীবাজারে মোট ৯শত ১১টি মন্ডপে দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
    জেলা শহরের সৈয়ারপুর শ্মশানঘাটের শিববাড়িতে এক হাজার হাতের মূর্তির নিয়ে ত্রিনয়নী পূজা এবং রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে দুই শতাধিক বছরের প্রাচীন লাল দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
    পূজা উপলক্ষে মন্ডপ গুলো সেজেছে নানা সাজে। কোনো কোনো মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। চলছে রঙের কাজ। ভক্তদের অভ্যর্থনা জানাতে বাহারি সাজের গেট আর তোরণ নির্মাণ করা হয়েছে প্রতিটি মন্ডপের সামনে।
    মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৯শত ১১টি মন্ডপে এবারের পূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৮৩টি,, রাজনগর উপজেলায় ৭৫টি, শ্রীমঙ্গলে ১৬৬টি, কমলগঞ্জে ১৪৪টি, কুলাউড়ায় ১২১টি, জুড়ীতে ৬৫টি এবং বড়লেখা উপজেলায় ১৫৭টি।
    মৌলভীবাজার শহরের সৈয়ারপুরের শ্মশানঘাট এলাকায় বিশেষ আকর্ষণ হিসেবে এক হাজার হাতরে মূর্তি নিয়ে আয়োজন করা হয়েছে ত্রিনয়নী পূজার।

    ত্রিনয়নী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীকান্ত সুত্র ধর.জানান, এই প্রথম এক হাজার হাতের বিশিষ্ট দুর্গা প্রতিমা। সত্য যুগ ও ত্রেতাযুগের কাহীনি অবলম্বনে প্রায় ১০০শত দেব-দেবীর পুজার আয়োজন করা হয়েছে। এবার পূজা দেখতে লক্ষাধিক ভক্ত-অনুরাগীর আগমন ঘটবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সবকিছুই অনুকূলে রয়েছে বলেও জানান তিনি।
    এদিকে, জেলা পূজা উদযাপন কমিটিও ব্যস্ত রয়েছে প্রতিটি উপজেলা থেকে গ্রামের পূজা মান্ডপগুলোর তদারকিতে। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না জানান, সামর্থ্য অনুযায়ী সংঘ এবং মন্দিরগুলোতে পূজার বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পূজা চলাকালে দর্শনার্থী ও ভক্তদের প্রয়োজনীয় সেবা প্রদানে প্রতিটি অ লে উদযাপন কমিটির সঙ্গে প্রতিনিয়িত মতবিনিময় চলছে।

    এ ছাড়াও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে সমন্বিতভাবে সফল অয়োজনে সচেষ্ট রয়েছেন তারা।
    মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মাদ শাহ্ জালাল জানান, শারদীয় উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশ প্রশাসন বিভিন্ন স্তরে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। বিশেষ করে রাজনগরের পাঁচগাঁও ও জেলা শহরের ত্রিনয়নীর মতো বড় অয়োজনকে ঘিরে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।
    আগামী ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠিতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠিকতা। এ পূজা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবছর মা দুর্গা নৌকায় চড়ে পৃথিবীতে আসবেন। আবার কৈলাশে ফিরে যাবেন ঘোটকে (ঘোড়া) চড়ে।