মৌলভীবাজারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন

    0
    399

    অধ্যাপকদের বেতন স্কেল অবনমনের প্রতিবাদ এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্নবহাল ও স্কেল আপগ্রেডের দাবি

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭অক্টোবর, আলী হোসেন রাজন:  দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মৌলভীবাজার জেলা ইউনিট। বুধবার বেলা ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ও শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ অংশ নেন।

    ঘন্টাব্যাপী এই মানববন্ধনে মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসার মেজর ছয়ফুল কবির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল বারী, শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহ আব্দুল ওয়াদুদ প্রমুখ।

    বক্তারা এসময় ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবিকে অগ্রাহ্য করে অধ্যাপকদের বেতন স্কেল অবনমনের প্রতিবাদ এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্নবহাল ও স্কেল আপগ্রেডের দাবি জানান।