মৌলভীবাজারে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কর্মশালা

    0
    403

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জানুয়ারী,আলী হোসেন রাজনঃ ছোট পরিবার ধারনার উন্মেষ, পুষ্ঠি, নিরাপদ প্রসব, পিএনসি ও নবজাতকের যন্ত বিষয়ে মৌলভীবাজার জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সচেতনতা মূলক এক কর্মশালা আজ শনিবার দুপুরে অনুষ্টিত হয়েছে।

    মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্টিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

    কর্মশালায় মা ও শিশু বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন,ডাক্তার নাসির উদ্দিন,ডাক্তার আব্দুল মান্নান ও ডাক্তার বিশ্বজিতঘোষ প্রমুখ।কর্মশালায় বক্তারা বলেন, দেশে মা ও শিশু বিষয়ে সচেতনতা আগের চেয়ে অনেক বেড়ে যাওয়াতে মা ও শিশু মৃত্যুর হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

    এই ধারা অব্যাহত থাকলে দেশ স্বাস্থ্যখাতে অনেকদূর এগিয়ে যাবে।