মৌলভীবাজারে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের মানববন্ধন

    0
    244

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩মে,আলী হোসেন রাজনঃ শ্রীমঙ্গল থানার ওসির অনিয়ম-দূর্ণীতির সংবাদ পরিবেশনের কারণে নাশকতা পরিকল্পনার মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ এনে-দৈনিক জনতা, ঢাকা ট্রিবিউন ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলামকে গ্রেফতারও পুলিশ হেফাজতে অমানুষিক নির্যাতনের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক তার মুক্তির দাবীতে ৩মে মৌলভীবাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকু), মৌলভীবাজার জেলা শাখা।

    মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকু), মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবলু, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংবাদিক সুধাংশু শেখর হালদার, সাংবাদিক মতিউর রহমান, সাংবাদিক আব্দুল হাই ইদ্রিসী, কলামিষ্ট ও সাংবাদিক এহছান বিন মুজাহির, সাংবাদিক এ এস কাঁকন, সাংবাদিক সাইফুল ইসলামের পিতা জুবের আহমদ, স্ত্রী রুমি বেগম, নিউজ অর্গান ডটকমের সহযোগী সম্পাদক শাহ মাসুম বিল্লাহ ফারুকী প্রমুখ।

    বক্তারা তাদের বক্তব্যে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিলকে সাংবাদিক নির্যাতনকারী উল্ল্যেখ করে অপসারণ ও শাস্তি এবং সাইফুল ইসলামের উপর পুলিশের দায়েরী মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির জোর দাবী জানান।মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।