মৌলভীবাজারে প্রভাতফেরী ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

    0
    205

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ফেব্রুয়ারী,আলী হোসেন রাজন: একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরী ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে মৌলভীবাজারের শহীদ মিনারে।

    আজ সূর্যোদয়ের পর সকাল ৬টায় বিভিন্ন সংগঠন খালি পায়ে শহরে র‌্যলী বের করে। পরে শহীদ মিনারে গিয়ে সমবেত হয় শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ। সকাল সাত টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী । এরপর জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এর আগে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে মৌলভীবাজার প্রেসক্লাব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, জাসদ,কমিউনিষ্ঠ পার্টিসহ অনেক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

    এছাড়া দিবসটি পালনে দিনব্যাপী আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।