মৌলভীবাজারে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগের দাবি

    0
    230

    আলী হোসেন রাজন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার: পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন মৌলভীবাজার জেলা কমিটি।
    সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সজীব আর্চাস্য এর সভাপতিত্বে ও জুয়েল আহমদের স ালনায় ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন নাসরিন আক্তার, রোমানা বেগম,কনক দে,ঝলক চন্দ,পপি দে,তিথি দও।
    মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইমারি শিক্ষক ২০১৮ সালের নিয়োগে এবারই প্রথম সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণপ্রার্থীর মধ্যে ১৮ হাজার ১৪৭ জনের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগ বি ত হয় ৩৭ হাজার মেধাবী চাকরিপ্রত্যাশীরা।
    মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগে বি ত হয়েছে, তাদের সবাইকে ২০১৪ সালের মতো প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি জানান।
    রিড জটিলতার কারণে ২০১৪ থেকে ’১৮ সাল পর্যন্ত প্রাইমারি নিয়োগের সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকরির সময়সীমা শেষ হওয়ার এটাই ছিলো তাদের শেষ সুযোগ। প্রাথমিক বিদ্যালয়ের আসন শূন্যের ভিত্তিতে নিয়োগ বি ত ৩৭ হাজার ১৪৮ জন মেধাবী চাকরিপ্রার্থীদের নিয়োগের সুপারিশ করতে জোর দাবি জানান।