মৌলভীবাজারে পোল্ট্রি খামার বাচাও সিলেট বিভাগ কমিটির মানব বন্ধন

    0
    440

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২জুন,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজারে পোল্ট্রি খামার রক্ষা ও বিদেশী কোম্পানী সিপির ভয়ায় থাবা থেকে রক্ষা পেতে সিলেট বিভাগ খামার বাচাও কমিটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

    আজ সোমবার ২২জুন দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে খামার বাচাও সিলেট বিভাগ কমিটির আহবায়ক কাওসার আহমদ শামিম পরিচালনায় অনুষ্টিত ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আব্দুর রহমান আসিক,আতাউর রহমান,মোঃ জাহেদুল হক,সেলিম আহমদ,হাবিবুর রহমান প্রমুখ।

    বক্তারা বলেন, বিদেশী কোম্পানী সিপি এক দিনের বয়লার ও লেয়ার বাচ্চা উৎপাদন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রির অনুমোদন রয়েছে। তারা অনুমোধনের বাহিরে কমার্শিয়াল বয়লার উৎপাদন শেষে বাজারজাত করায় প্রান্তিক ক্ষুদ্র খামারিরা ক্ষতির সম্মুখিন হয়ে পড়ছে। এ ছাড়া সরকার নির্ধারিত প্রতিটি বাচ্চা ২৫টাকা মূল্যে বিক্রি না করে স্থানীয় খামারীদের কাছে ৭০থেকে ৭৫টাকায় বিক্রি করছে। এতে করে ক্ষুদ্র খামারিরা সিপির কাছ থেকে অধিক মূল্যে বাচ্চা ক্রয় ও উৎপাদিত মোরগ বাজারজাত করতে না পারায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসুচিতে তারা দাবী করেন পোলট্রি শিল্পকে রক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় অবস্থিত সিপি কোম্পানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন পোলট্রি খামারীরা।