মৌলভীবাজারে পশু প্রেমীর কারনে অসুস্থ লক্ষী পেঁচা সুস্থ

    0
    488

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জানুয়ারী,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে গাছ থেকে অচেতনবস্থায় মাটিতে পড়ে যাওয়া সাদা লক্ষী পেঁচাটিকে সুস্থতার জন্য বন বিভাগের হাতে তুলে দিলেন এক প্রাণী প্রেমী আইনজীবি। বুধবার দুপুরে মৌলভীবাজারে পৌর শহরের মুসলিম কোয়ার্টার এলাকার সিনিয়র আইজীবি মুজিবুর রহমানের রসুলপুর হাউসে।

    এ ব্যাপারে মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো জানান,  অসুস্থাবস্থায় পেঁচাটিকে উদ্বার করে তাদের অফিসে রেখেছেন। তারা ধারনা করছেন প্রাণীটি শীতে ও বার্ধ্যক্য জনিত কারনে অথবা অজ্ঞাত কোন রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে। তারা তাকে খাবার ও আনুসাঙ্গিক যত্ন করে পর্যবেক্ষনে রেখেছেন। যদি প্রাণীটি সুস্থ হয়ে উঠে তাহলে লাউয়াছড়া অথবা বর্ষিজোড়া ইকোপার্কে ছেড়ে দেওয়া হবে।

     অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব এর সাথে কথা বলে জানা যায় , প্রতিদিনই তিনি তার বাড়ির পাশে ঘন বৃক্ষের বাগানে বিভিন্ন প্রাণীকে খাবার দেন। প্রাণী গুলোও তা গ্রহন করে। এরই ধারাবাহিকতায় খাবার দিতে গিয়ে দেখেন একটি লক্ষী পেঁচা অসুস্থবস্থায় মাটিতে পড়ে আছে। সাথে সাথে তিনি থেকে প্রাণীটিকে বাড়িতে নিয়ে আসেন এবং বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ তার কাছ থেকে এটিকে উদ্বার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

    এড, মুজিবুর রহমান জানান, মৌলভীবাজারে এক সময় প্রচুর পরিমানে গাছপালা ও জীব যন্তু ছিল। নগরায়নের ফলে তা কমে গেছে ফলে বিপন্ন হয়ে পড়েছে বন্য প্রাণী।