মৌলভীবাজারে পরিত্যক্ত ভবনে চলছে ছয়টি সরকারি দপ্তর  

    0
    239

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মে,আলী হোসেন রাজন: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পরিত্যক্ত একটি সরকারি ভবন ও কোয়াটারে ছয়টি দপ্তরের কার্যক্রম চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালে উপজেলা পরিষদের  ভবনটিকে পরিত্যক্ত ঘোষনা করা হয়। পরিত্যক্ত ঘোষনার পর প্রত্যেক অফিসে লিখিত নোটিস দেয়া হয়েছে ভবনটি ছেড়ে দেয়ার জন্য। ওই ভবনে বর্তমানে চারটি দপ্তরের কার্যক্রম রয়েছে।

    কার্যালয় গুলো হলো উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়,মৎস কর্মকর্তার কার্যালয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়,মুক্তিযোদ্ধার কার্যালয়। এছাড়া সরকারি কোয়াটারে চলছে দুইটি দপ্তরের কার্যক্রম। একটি বাড়ি একটি খামার প্রকল্প,ও বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড (বি.আর.ডি.বি) কর্মকর্তার কার্যালয়।

    অনেক দিন পূর্বে কোয়াটারকে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকি নিয়ে ওই ছয়টি কার্যালয়ের কার্যক্রম  অব্যাহত রয়েছে।

    উপজেলা সমবায় কর্মকর্তা মো: ছদরুল ইসলাম সহ অন্যরা বলেন, উপজেলা কমপ্লেক্সে কোনো ভবন ফাঁকা নেই। তাই নোটিশ পাওয়ার পরও ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতে বাধ্য হচ্ছি।

    উপজেলার্ (বি.আর.ডি.বি) কর্মকর্তা মো:অলিউল্লাহ খান বলেন উপজেলায় বি.আর.ডি.বি-র নিজেস্ব কোন ভবন নেই। বাইরে ভাড়া অনেক বেশি। কর্তৃপক্ষ আমাদের এত টাকা দেবে না। উপজেলা কমপ্লেক্সেও কোনো ভবন ফাঁকা নেই। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) আইনুর আক্তার পান্না  বলেন, আমি নতুন এসেছি আসার পর মৌখিক ভাবে বলেছি ভবন ছেড়ে দ্ওেয়ার জন্য। কারন ভবন গুলার আবস্থা আনেক ঝুঁকিপূণ।