মৌলভীবাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরুঃওজনে অভিযোগ

    0
    264

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯জুন,আলী হোসেন রাজনঃ রমজান মাসকে সামনে রেখে মৌলভীবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে সরকার। মেসার্স তাজ এন্টারপ্রইজ মৌলভীবাজার শহরে বিভিন্ন স্থানে মাত্র ৪টি পণ্য নিয়ে এসেছে।

    পন্য গুলো হলো দেশিয় চিনি,নেপালী মশুর ডাল,অস্ট্রেলিয়া চোলা,ফ্রেশ সয়াবিন তৈল,পুষ্টি সয়াবিন তৈল,এই পণ্যের দাম নিধারন করা    হয়েছে,চিনি প্রতি কেজি ৩৭ টাকা,মশুর ডাল প্রতি কেজি ১০৩ টাকা,ফ্রেশ প্রতি লিটার ৭৭টাকা,পুষ্টি প্রতি লিটার ৮৯টাকা, অস্ট্রেলিয়া চোলা ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

    তবে ক্রেতাদের অভিযোগ রয়েছে টিসিবির বিক্রিত পণ্য ওজনে কম দেয়ার। এককেজি মশুর ডাল টিসিবির কাজ থেকে ক্রয় করার পর,ঐ মালটি বাহিরে ওজন দেওয়া হলে ওজনে একশ গ্রাম থেকে দেড়শ গ্রাম কম দেখা যায়।  এতে করে ক্রেতারা প্রতারিত হচ্ছেন।