মৌলভীবাজারে নারী দিবসে শোভাযাত্রা ও মানববন্ধন

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মার্চ,আলী হোসেন রাজনঃ “নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন”এই স্লোগান নিয়ে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী ,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

    আজ সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে র‌্যালী বের হয়।

    র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। র‌্যালীতে -সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসীন আলী,জেলা প্রশাসকসহ বিভিন্ন নারী সংগঠন ও স্কুল-কলেজের কয়েকশত ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।

    মানববন্ধন চলার সময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো: কামরুল হাসান,মহিলা বিষয়ক কর্মকতা মিলুফার বেগম,মহিলা লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন,জেলা শিশু কর্মকর্তা জসিম উদ্দিন।

    এ সময় বক্তারা বলেন- দেশকে এগিয়ে নিতে হলে সবক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের জীবনের অন্ধকার দূর করে আরো আত্ম বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই নারীরা কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে। পরে সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন সবাই।