মৌলভীবাজারে নানা আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা

    0
    259

    আলী হোসেন রাজন,মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জ্ঞান ও বিদ্যা দেবী সরস্বতীর চরনে পুস্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় চলছে হিন্দু ধর্মালম্বিদের সরস্বতী পূজা ।

    মৌলভীবাজারে সকাল থেকে সরকারী কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাসা ও পাড়া-মহল্লার পূজাম-পে সরস্বতী পূজার আযোজন করা হয়েছে।

    জ্ঞান ও বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা দেবী সরস্বতীর আরাধনা করছেন। সরস্বতী দেবীর চরনে পুস্পার্ঘ অর্পন করছেন ভক্তরা। পূজা উপলক্ষে প্রসাদ বিতরন, আরতি ও সাংস্কৃতিক অনুষ্টানেরও আয়োজন রয়েছে।

    সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা প মী তিথিতে সরস্বতী পূজা অনুষ্টিত হয়।